কেমন আছেন সবাই ? অনেক দিন পর টিউন করতে বসলাম । এত দিন ব্যস্ত ছিলাম আমার এডিট করা GTA San Andreas Ultimate নিয়ে ।গেমটি কিছু দিনের মাঝে Net এ আপলোড করার প্লান আছে। অনেক দিন ধরে এডিটে ব্যস্ত ছিলাম। অবশেষে শেষ হল এডিটিং। just ফিনিসিং টাচ আপ দেওয়া বাকি আছে ।এডিটিং এর একটু গল্প বলি।GTA San Andreas রিলিজ হয়েছিল ২০০৫ সালে । কিন্তু GTA Vice city এর রেশ তখনও কাটেনি। যদিও vice city এর থেকে অনেক বেশী ফিচার ছিল San andreas এ ।এর মধ্যে vice city একাধিক বার এডিট করা হয়েছিল।San andreas এরও কয়েকটি এডিট করা গেম বাজারে এসেছিল।এসব দেখেই গেম এডিটিং শুরু করলাম।নাম দিলাম GTA San Andreas Ultimate ।নাম দেয়ার সময় GTA San Andreas Ultimate নামে কোন গেম ছিল না। এখন যখন এডিট করা শেষ তখন দেখি GTA San Andreas Ultimate নামে বাইরের দেশের কোন পোলা piraybay তে আপলোড করে দিয়েছে ।আমার আর তার গেমের মাঝে বেশ কিছু মিল থাকলেও মূল কিছু জিনিস সম্পুর্ন আলাদা ।এবার কাজের কথায় আসি ।আমার এই গেমে অনেক কিছুই নতুন জিনিস রয়েছে।বলতে গেলে প্রায় সব কিছুই ।রয়েছে HD ইফেক্টস এবং চমৎকার গ্রাফিক্স ।।কিছু জিনিসের বিবরন নিচে দিলাম।
ডাউনলোড
http://www.4shared.com/file/6nL3DYew/gta_san_andreas_the_ultimate_e.html
http://www.4shared.com/file/6nL3DYew/gta_san_andreas_the_ultimate_e.html
=>অনেক Picture থাকার ফলে পেজ লোড হতে একটু সময় লাগতে পারে।
[ ইমেজগুলো zoom করতে হলে ইমেজের উপর মাউসের Right Click করে View image এ ক্লিক করবেন ]
*** সাদা Cj***
1. নতুন Iron Man
2. নতুন Assassin’s creed । সাথে ঘোড়া।
3. নতুন Death Race Car সাথে পোশাক ।
4. নতুন গাছ
5. নতুন কোভার সিস্টেম
6. ডাবল মেগা জাম্প
7. দেয়ালে এবং গাছে চড়া (স্পাইডার ম্যান)
8. Cj এর কুকুর
9. গাড়িতে অস্ত্র লাগানোর ব্যবস্থা সাথে আরো অনেক কিছু ।
10. নতুন যানবাহন( গাড়ি,বাইক,প্লেন,হেলিকপ্টার)
11. নতুন Bullet Hole এবং Bullet Shell’s Ejecting System
12. গাড়ি থেকে বের হয়ে গুলি করা ( ড্রাইভ-বাই Mod )
গেমটির আরো কিছু Screen Shot
আরো অনেক কিছু যা শুধু গেমটি খেললেই বোঝা যাবে ।
পোস্টটি ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।