নির্বাচিত পোস্ট

জলের উপর ভাসমান নগরী

পুরো নগরটাই ভাসবে পানির উপর। শুধু তাই নয়, এটি স্থান পরিবর্তন করে বিশ্বের এদেশ-ওদেশ ঘুরেও বেড়াবে। এমনই আয়েজন করা হচ্ছে প্রায় এক মাইলব্যাপী ...

Monday, January 25, 2016

Cheat Engine! গেম হ্যাক করুন সহজেই...

আমরা গেমস এ চিট কোড অনেকেই  ব্যবহার করি । আলাদা আলাদা গেমস এর জন্য আলাদা  চিট কোড রয়েছে ।  Cheat Engine এমন এক Software যা আপনাকে বেশীর ভাগ গেমেই চিট করতে সাহায্য করবে ।Cheat Engine এর নাম আমরা অনেকেই শুনেছি। অনেকে হয়তো ব্যবহারও করেছি । এটাকে  ব্যবহার করে আপনি গেমের যে কোন সংখ্যা পরিবর্তন করতে পারবেন । যেমন ধরুন Call of duty  তে Ammo  সংখ্যা , Fifa  12 এ Goal  সংখ্যা ,GTA 4 এ টাকা,Prototype এ Evolution Points(Ep) ইত্যাদি নিজের খুশি মত পাল্টাতে পারবেন ।
এখানে আমি  Prototype এ Evolution Points(Ep) কিভাবে বাড়ানো যায় সেটা দেখাব  ।  অন্যান্য গেমসে একই ভাবে এটা কাজ করে ।
১-আপনার পছন্দের গেমস অন করুন । এখানে আমি  Prototype অন করেছি ।
২- আপনি গেমস এর যে সংখ্যা  পরিবর্তন করতে চান সেটা একবার দেখে নিন ।এখানে আমি গেমস এর Ep পরিবর্তন করব ।এখানে Ep 204747 আছে ।

৩-এবার Cheat Engine   ওপেন করুন।
৪-
এই Button টি তে ক্লিক করুন ।এখানে ক্লিক করে
গেমসটি সিলেক্ট করতে হবে।
৫-Prototype সিলেক্ট করুন । আপনি আপনার ইছে মত গেম সিলেক্ট করতে পারবেন । গেমটি কিন্তু Open করা থাকতে হবে ।
৬-
যে সংখ্যা পরিবর্তন করতে চান
সেটা ফাকা বারটি তে টাইপ করুন।এবার ”First scan” button টি তে ক্লিক করুন ।
৭-
উপরে কয়েকটি সংখ্যা পাবেন ।( কোন কোন ক্ষেত্রে অনেক বেশী পাবেন । তখন গেমটি আবার অন করুন। সংখ্যাটি পরিবর্তন করুন।যেমন ধরুন আপনার সংখ্যাটি যদি Ammo হয় তবে কিছু Ammo Fire করুন ।এতে সংখ্যাটি পরিবর্তন হবে। এর পর আবার ৬ নং ধাপের মত নতুন সংখ্যাটি ফাকা বারটি তে টাইপ করে Next scan Buttonটি তে ক্লিক করতে হবে ।এভাবে কয়েক বার করলেই আপনি কয়েকটি সংখ্যা পেয়ে যাবেন )।সবগুলো সংখ্যা তে ডাবল ক্লিক করলে এগুলো নিচের বক্সে আসবে ।
৮-এবার ctrl+A চেপে সবগুলো সিলেক্ট করে
Enter চাপুন । এখানে আপনার মনের মত
সংখ্যা লিখে OK করুন ।এখানে আমি ৯৯৯৯৯৯৯৯ লিখলাম।

৯-এবার গেম চালিয়ে দেখুন সেখানেও সংখ্যাটি পাল্টে গেছে
এভাবে আপনি Cheat Engine দিয়ে গেম হ্যাক করতে পারবেন
এছারা Cheat Engine দিয়ে গেমের স্পিডও হ্যাক করতে পারবেন ।
আপনাকে সুধু  ১ , ৩ ও ৪ নং ধাপ অনুসরন করে নিচের  ২ টি কাজ করতে হবে

Enable speedhack এ Right করেন । এরপর আপনি নিচের চিত্রের মত স্পিড বাড়তে বা কমাতে পারবেন

Cheat Engine ডাউনলোড করুন এখানে । আরও টিউটোরিয়াল এখানে ।
এটা আমার প্রথম পোস্ট । কিছু ভুল হলে ক্ষমা করে দিবেন । আর আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভাল ভাল পোস্ট নিয়ে হাজির হতে পারি ।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Blogger Widgets