নির্বাচিত পোস্ট

জলের উপর ভাসমান নগরী

পুরো নগরটাই ভাসবে পানির উপর। শুধু তাই নয়, এটি স্থান পরিবর্তন করে বিশ্বের এদেশ-ওদেশ ঘুরেও বেড়াবে। এমনই আয়েজন করা হচ্ছে প্রায় এক মাইলব্যাপী ...

Monday, January 25, 2016

পরীক্ষা করে বুঝে নিন আপনার আর্টিক্যাল ইউনিক কিনা

প্রত্যেক ব্লগারেরই চাওয়া থাকে তার সাইটটি যেন গুগলের সার্চ রেজাল্টের প্রথমে পেজে থাকে। যেকোন সাইটকেই গুগলের ফার্স্ট পেজে আনতে হলে সে সাইটে অবশ্যই হাই কোয়ালিটি ইউনিক কনটেন্ট থাকতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিক আর্টিকেল কনটেন্টের উপর গুরুত্ব দিতে হবে।
আপনি আপনার সাইটের জন্য আর্টিকেল লিখছেন কিন্তু বুঝতে পারছেন না আর্টিকেলটি ইউনিক হচ্ছে কিনা। সুতরাং আপনার নিজের আর্টিকেলের ইউনিকনেসের ব্যপারে আপনি নিজেই সন্দিহান হয়ে যাচ্ছেন। আর্টিকেল ইউনিক কিনা এটি চেক করার জন্য কিছু সাইট রয়েছে যেখান থেকে আপনি আনায়াসেই আপনার আর্টিকেলগুলির ইউনিকনেস যাচাই করে নিতে পারেন। এসব সাইটের মধ্যেhttp://www.copyscape.com/ সাইটটি আর্টিকেল চেক করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেক সাইট রয়েছে আর্টিকেল চেক করার জন্য।
তো চলুন দেখে নেওয়া যাক সে সাইটগুলি।
তো বন্ধুগণ উপরোক্ত সাইটগুলি থেকে চেক করে নিন আপনার আর্টিকেলের ইউনিকনেস। আজকের পোস্ট এখানেই শেষ করছি, সামনে হাজির হবে নতুন কোন পোস্ট নিয়ে। ততদিন সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Blogger Widgets